দেশের বিভিন্ন জেলায় জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় চারজন, চাঁদপুর, পটুয়াখালী, সাতক্ষীরা ও বগুড়ায় একজন করে রয়েছেন। তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনাও সংগ্রহ করা হচ্ছে। অনেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য : কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীসহ আরও চারজন মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের প্রত্যেকের মৃত্যু হয়। গতকাল হাসপাতাল সূত্র জানায়, উপসর্গ নিয়ে আইসিইউতে মারা যান কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবদুল্লাহপুর গ্রামের আবদুল গফুর (৯৬), লালমাইয়ের মফিজুল ইসলাম (৭০), লাকসামের আবদুর গফুর (৬২) এবং নাঙ্গলকোটের জাহারা খাতুন (৭০)। এ নিয়ে জেলায় করোনা উপসর্গে ১৩৯ জন মারা গেলেন। চাঁদপুর : চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে লিটন সূত্রধর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ফোকাল পারসন সুজাউদ্দৌলা সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের লিটন সূত্রধর (৪০) আইসোলেশন ইউনিটে ভর্তি হন। বুধবার সকাল ৭টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পটুয়াখালী : করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালীতে এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল সকালে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জেলা শহরের মৃধা বাড়ি সড়কের বাসিন্দা ছিলেন। ৬০ বছর বয়সের ওই নারী কয়েক দিন ধরে জ্বর, হাঁচি, কাশিতে ভুগছিলেন। সাতক্ষীরা : করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তির নাম আতাউর রহমান (৪০)। বগুড়া : বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে আবদুর রশিদ বাবলু (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল সূত্র জানায়, অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুর রশিদ বাবলু বগুড়ার সোনাতলার নীলকণ্ঠ গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শহরের মালগ্রামে বসবাস করতেন।
শিরোনাম
- ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে, আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের
- ১৮তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর
- নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে: খোকন
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে
- গুপ্তচরবৃত্তির সন্দেহ, বিপুলসংখ্যক আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান
- ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন
- কঙ্গনার দাবি: ‘অশ্লীল ছবি চাইতেন হৃতিক, পাঠাতেন নিজেরটাও’
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের রক্তদান কর্মসূচি
- এআই–এর অপব্যবহার, অভিনেত্রীর অশ্লীল ছবি ভাইরাল করল ছাত্রনেতা!
- যাত্রাবাড়ীর হত্যা মামলায় শরীয়তপুরের সাবেক মেয়র গ্রেফতার
- স্টার সিনেপ্লেক্সে স্কারলেট বনাম জম্বিদের ভয়াল লড়াই
- মেলবোর্নে বিশেষ সম্মাননা পাচ্ছেন আমির খান
- ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালের পরিচালক নিহত
- ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের
- কব্জিকাটা গ্রুপের অন্যতম প্রধান টুন্ডা বাবু গ্রেফতার
- বৈদেশিক মুদ্রা জামানত রেখে টাকায় ঋণ নেওয়ার সুযোগ
- পবিত্র আশুরা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি
- পিআর চালু হলে দেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
- পরিবেশ রক্ষায় সুইডেনের সহায়তায় বিশেষ প্রকল্প গ্রহণ করছে বাংলাদেশ
- সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতার মৃত্যু