দেশের বিভিন্ন জেলায় জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় চারজন, চাঁদপুর, পটুয়াখালী, সাতক্ষীরা ও বগুড়ায় একজন করে রয়েছেন। তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনাও সংগ্রহ করা হচ্ছে। অনেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য : কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীসহ আরও চারজন মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের প্রত্যেকের মৃত্যু হয়। গতকাল হাসপাতাল সূত্র জানায়, উপসর্গ নিয়ে আইসিইউতে মারা যান কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবদুল্লাহপুর গ্রামের আবদুল গফুর (৯৬), লালমাইয়ের মফিজুল ইসলাম (৭০), লাকসামের আবদুর গফুর (৬২) এবং নাঙ্গলকোটের জাহারা খাতুন (৭০)। এ নিয়ে জেলায় করোনা উপসর্গে ১৩৯ জন মারা গেলেন। চাঁদপুর : চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে লিটন সূত্রধর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ফোকাল পারসন সুজাউদ্দৌলা সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের লিটন সূত্রধর (৪০) আইসোলেশন ইউনিটে ভর্তি হন। বুধবার সকাল ৭টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পটুয়াখালী : করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালীতে এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল সকালে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জেলা শহরের মৃধা বাড়ি সড়কের বাসিন্দা ছিলেন। ৬০ বছর বয়সের ওই নারী কয়েক দিন ধরে জ্বর, হাঁচি, কাশিতে ভুগছিলেন। সাতক্ষীরা : করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তির নাম আতাউর রহমান (৪০)। বগুড়া : বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে আবদুর রশিদ বাবলু (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল সূত্র জানায়, অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুর রশিদ বাবলু বগুড়ার সোনাতলার নীলকণ্ঠ গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শহরের মালগ্রামে বসবাস করতেন।
শিরোনাম
- জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণের দাবিতে বলেশ্বর নদীতে নৌ-র্যালি
- আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড অপরাধ বলে গণ্য হবে : অ্যাটর্নি জেনারেল
- একাত্তরের মতো জুলাইকে নিয়ে একটা শ্রেণি ব্যবসা শুরু করেছে : শিবির সভাপতি
- আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেফতার, পিকআপ জব্দ
- সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ
- কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
করোনা উপসর্গে আরও ৮ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর