দেশের বিভিন্ন জেলায় জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় চারজন, চাঁদপুর, পটুয়াখালী, সাতক্ষীরা ও বগুড়ায় একজন করে রয়েছেন। তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনাও সংগ্রহ করা হচ্ছে। অনেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য : কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীসহ আরও চারজন মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের প্রত্যেকের মৃত্যু হয়। গতকাল হাসপাতাল সূত্র জানায়, উপসর্গ নিয়ে আইসিইউতে মারা যান কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবদুল্লাহপুর গ্রামের আবদুল গফুর (৯৬), লালমাইয়ের মফিজুল ইসলাম (৭০), লাকসামের আবদুর গফুর (৬২) এবং নাঙ্গলকোটের জাহারা খাতুন (৭০)। এ নিয়ে জেলায় করোনা উপসর্গে ১৩৯ জন মারা গেলেন। চাঁদপুর : চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে লিটন সূত্রধর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ফোকাল পারসন সুজাউদ্দৌলা সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের লিটন সূত্রধর (৪০) আইসোলেশন ইউনিটে ভর্তি হন। বুধবার সকাল ৭টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পটুয়াখালী : করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালীতে এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল সকালে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জেলা শহরের মৃধা বাড়ি সড়কের বাসিন্দা ছিলেন। ৬০ বছর বয়সের ওই নারী কয়েক দিন ধরে জ্বর, হাঁচি, কাশিতে ভুগছিলেন। সাতক্ষীরা : করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তির নাম আতাউর রহমান (৪০)। বগুড়া : বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে আবদুর রশিদ বাবলু (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল সূত্র জানায়, অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুর রশিদ বাবলু বগুড়ার সোনাতলার নীলকণ্ঠ গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শহরের মালগ্রামে বসবাস করতেন।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
করোনা উপসর্গে আরও ৮ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর