করোনাকালে শিশু নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ নিতে দুই মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। মানবাধিকার সংস্থা পপুলেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (পিডিও) নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন গতকাল জনস্বার্থে এ নোটিস পাঠান। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিবকে এ নোটিস পাঠানো হয়। নোটিসকারী আইনজীবী বলেন, শিশু অধিকার রক্ষা এবং তাদের বিষয়ে দেখাশোনা করার জন্য মূলত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে। বিভিন্ন রিপোর্টের আলোকে প্রতীয়মান হয় যে, তারা কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। নোটিস পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে শিশু নির্যাতন বন্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।