শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

বিচারবহির্ভূত হত্যাকা  বন্ধের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারি মাওলানা এ বি এম জাকারিয়া এক বিবৃতিতে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। নেতৃদ্বয় অপরাধ দমনের নামে ‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’, ‘আত্মরার্থে গুলি’ চালিয়ে হত্যাসহ সব রকমের বিচারবহির্ভূত হত্যাকা  বন্ধের দাবি জানান। বিচার বহির্ভূত হত্যাকান্ড  সংবিধানের মৌলিক অধিকার ভোগের ৩১ ও ৩২ ধারার সম্পূর্ণ বিরোধী এবং আইনের শাসনের পরিপূর্ণ লঙ্ঘন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যার বিচার সম্পন্ন এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানচ্ছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর