শিরোনাম
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সপ্তাহে ছয় দিন কাজের নিশ্চয়তা চান বিড়ি শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

নিজেদের জীবন ও জীবিকার কল্যাণে সপ্তাহে ছয় দিন কাজের নিশ্চয়তা দাবি করেছেন বিড়ি শ্রমিকরা। তাদের দাবি, বিড়ি শ্রমিকদের রক্ষা করতে হলে এ খাতের শুল্ক বৈষম্য দূর করতে হবে। একই সঙ্গে জনস্বাস্থ্য বিবেচনায় বিকল্প কর্মসংস্থানেরও দাবি জানিয়েছেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি করেন। সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী। তিনি বলেন, দেশের লাখ লাখ শ্রমিক বিড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করেন। বিড়ি শিল্পে সমাজের অসহায়, বিশেষ করে চর, মঙ্গা অঞ্চলের অসহায় মানুষ, বিধবা, স্বামী পরিত্যক্তা, পঙ্গুসহ বেকার শ্রমিকদের একমাত্র কর্মসংস্থান।

কিন্তু বিড়িতে মাত্রাতিরিক্ত করারোপের ফলে বিড়ি মালিকরা কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন।

ফলে শ্রমিকরা কাজ হারিয়ে বেকার জীবনযাপন করছেন। করোনা মহামারীতে কাজের অভাবে তারা চরম অসহায়ত্বে দিনাতিপাত করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আবদুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক হেরিক হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর