বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশে জার্মানির বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করতে হবে

-স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জার্মানিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রতি বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্যের প্রসারসহ এ দেশে জার্মান বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল ঢাকায় জার্মানিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। স্পিকার বলেন, ইউরোপীয় ইউনিয়নে বড় দেশ হিসেবে জার্মানির প্রভাব খুব বেশি। তাই সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্যের প্রসার ও এ দেশে জার্মানির বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করতে হবে। সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমেও দুই দেশের সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখতে পারে।

 এ সময় তিনি রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার ভবিষ্যৎ সফলতা কামনা করেন। মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সংসদীয় স্থায়ী কমিটি ও সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে সার্বিক সহযোগিতা অর্জনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্যের প্রসার এবং বাংলাদেশে জার্মানির বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। রোহিঙ্গা ইস্যুতে জার্মান সরকারের সহযোগিতা আনয়ন জরুরি বলে উল্লেখ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর