শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা জয় সম্ভব : র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা জয় সম্ভব : র‌্যাব ডিজি

র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলেই করোনাকে জয় করতে পারব। করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেলে আগের মতো জীবনযাপন করতে পারব। প্রত্যেক ধর্মের ধর্মীয় উৎসব একসঙ্গে মিলে আবার সবাই পালন করতে পারব। গতকাল বিকালে রাজধানীর রমনা কালী মন্দিরে পূজাম-পের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। র‌্যাব ডিজি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। উৎসব আমরা সবাই মিলে পালন করতে এসেছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে যেখানে আছি, প্রত্যেকেরই ধর্মীয় আচার-অনুষ্ঠান আছে। আমরা সবাই মিলে সেই অনুষ্ঠান পালন করব। বিগত দিনগুলোতে দুর্গাপূজা আমরা সবাই মিলে পালন করে আসছি। আমরা ধর্ম, বর্ণ, নির্বিশেষে দুর্গাপূজা দেখতে আসি। তিনি বলেন, শুধু হিন্দু ভাই-বোনদের জন্যই দুর্গাপূজার উৎসব নয়, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনাদের নিরাপত্তা, সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য আমরা আছি। 

তিনি বলেন, করোনাভাইরাসের মধ্যেও আমরা ঈদ উদযাপন করেছি। আশুরা হয়েছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়েছে সীমিত আকারে। করোনাকালীন এ বছরে বিয়ে ও বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান সীমিত হয়ে পড়েছে। সবাই ঘরোয়াভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সব অনুষ্ঠান আয়োজন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর