মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গাজীপুরে জুতার কারখানায় আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে রানার ফুটওয়্যার নামে জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার টেংরাবাজার এলাকায় রানার ফুটওয়্যার কারখানার পরিত্যক্ত মালামালের গুদামে আগুনের সূত্রপাত হয়। মাওনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়া রাজ এ তথ্য নিশ্চিত করেন। মাওনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়া রাজ জানান, উপজেলার টেংরাবাজার এলাকার রানার ফুটওয়্যার কারখানার পরিত্যক্ত মালামালের গুদামে বিকালে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ও গাজীপুর সদর স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছে।

সর্বশেষ খবর