শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আইসিসিবির বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু

নিজস্ব প্রতিবেদক

আইসিসিবির বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে গতকাল থেকে পুনরায় শুরু হয়েছে বাণিজ্যিক কার্যক্রম -বাংলাদেশ প্রতিদিন

করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও নানা আয়োজনে মুখরিত হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। স্বাস্থ্যবিধি মেনে জমকালো বিয়ের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দীর্ঘ সাত মাস পর গতকাল পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু করে দেশের সর্ববৃহৎ এই কনভেনশন সিটি। ফের রঙিন আলোয় ঝলমলিয়ে ওঠে আইসিসিবি প্রাঙ্গণ।

১ নম্বর হলে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে আগত সব অতিথিকে আইসিসিবির পক্ষ থেকে দেওয়া হয় সার্জিক্যাল মাস্ক। গেটে বসানো হয় জীবাণুমুক্তকরণ টানেল। অনুষ্ঠানস্থলে প্রবেশের পথে অতিথিদের জন্য রাখা হয় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থা। অনুষ্ঠানে আইসিসিবির সব কর্মীকে মাস্ক, হ্যান্ড গ্লাভসসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পরিধান করে দায়িত্ব পালন করতে দেখা যায়। আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন বলেন, ‘করোনা মহামারী শুরুর পর সাত মাস আমাদের সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যে কোনো সামাজিক, পারিবারিক বা রাষ্ট্রীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজনের জন্য আবারও আইসিসিবিকে প্রস্তুত করা হয়েছে। এক মাস ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের প্রণীত সব স্বাস্থ্য নীতিমালা অনুসরণ করে আমাদের কর্মীদের প্রশিক্ষণ দিয়েছি। বড় ধরনের জনসমাগমের জন্য কী ধরনের স্বাস্থ্য বিধিমালা মেনে চলা প্রয়োজন এর একটা পদ্ধতি আমরা ঠিক করেছি। সেই স্বাস্থ্য বিধিমালার আওতায় আজ আমাদের প্রথম অনুষ্ঠান শুরু হলো। আইসিসিবির পক্ষ থেকে জীবাণুমুক্তকরণ টানেল স্থাপন করেছি। হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি সবার জন্য মাস্কের ব্যবস্থাও করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সুপরিসর হলগুলো আইসিসিবিতে আছে। হলের উচ্চতা প্রায় ৪০ ফুট। সুপরিসর জায়গা হওয়ায় এখানে সামাজিক দূরত্ব বজায় রেখে সহজে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব। অনুষ্ঠান আয়োজনের জন্য এমন বড় চারটি হল এখন পুরোপুরি প্রস্তুত। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান আয়োজনে সব সুবিধা দেওয়ার জন্য আমরা প্রস্তুত।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর