শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চিফ হুইপের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা

মাদারীপুর প্রতিনিধি

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার হাজারীবাগ থেকে জাহিদ বিন আজিজ নামের ওই প্রতারককে বুধবার ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম গ্রেফতার করে। গ্রেফতার জাহিদের কাছ থেকে জব্দকৃত ডিভাইসে চিফ হুইপ, ঢাকা দক্ষিণের মেয়রসহ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের নামে ভুয়া আইডির সন্ধান মিলেছে। এসব আইডি থেকে সংসদ সদস্যসহ অনেকের সঙ্গে যোগাযোগের তথ্যও মিলেছে। গ্রেফতার জাহিদের মোবাইলে জঙ্গি গোষ্ঠীদের ব্যবহৃত মোবাইল অ্যাপও পাওয়া গেছে।

একাধিক সূত্রে জানা যায়, জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নামে সম্প্রতি কয়েকটি ফেসবুক (পেজ) আইডি পরিলক্ষিত হয়। অথচ চিফ হুইপের কোনো ফেসবুক আইডি নেই। বিষয়টি চিফ হুইপের নজরে এলে তিনি ফেসবুক একাউন্টগুলো বন্ধের আহ্বান জানান। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম। টিমটি বুধবার ঢাকার হাজারীবাগের রায়েরবাজার থেকে জাহিদ বিন আজিজ (৩৯) নামের এক প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতার আজিজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রতারক জাহিদ বিন আজিজ ঢাকার হাজারীবাগের রায়েরবাজারের ১২৬/১/সির মৃত আজিজুর রহমানের ছেলে। আজিজের বিরুদ্ধে বনানী থানায় ডিজিটাল মামলা হয়েছে।

সর্বশেষ খবর