সরকার নতুন তথ্য সচিব হিসেবে অতিরিক্ত সচিব খাজা মিয়াকে নিয়োগ দিয়েছে, যিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিসিএস (প্রশাসন) দশম ব্যাচের কর্মকর্তা খাজা মিয়া বর্তমান তথ্য সচিব কামরুন নাহারের স্থলাভিষিক্ত হলেন।
৩০ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন কামরুন নাহার। তথ্য ক্যাডারের কর্মকর্তা প্রধান তথ্য কর্মকর্তা থাকার সময় প্রেষণে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে পদোন্নতি পান। প্রথমে তিনি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তথ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কামরুন নাহার নিজ ক্যাডার পদ তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে ফিরে যাবেন।