আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রজতজয়ন্তী উদ্যাপন করেছে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)। গতকাল সকালে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এ আয়োজন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে গাইবান্ধা থেকে ভার্চুয়ালি অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মনোজ্ঞ এ আয়োজনে নাট্যজন আতাউর রহমানকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়। এ ছাড়া সম্মাননা প্রদান করা হয় গীতিকার হিসেবে মোল্লা জালাল এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে ফাল্গুনী হামিদকে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও শাবান মাহমুদকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। চলচ্চিত্র বিভাগে সম্মাননা পান মৌসুমী, ফেরদৌস, নাসরিন, নতুন প্রজন্মের নায়িকা অধরা খান, চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল, জেসমিন আক্তার নদী এবং আবহমান বাংলার চিরন্তন কাহিনি নিয়ে ‘খায়রুন সুন্দরী’ চলচ্চিত্র নির্মাণের জন্য এ কে সোহেল। নাট্যাভিনয়ে মাহফুজ আহমেদ, নতুন প্রজন্মের অভিনেতা রাশেদ সীমান্ত, সমাজ সচেতনতামূলক নাটক রচনার জন্য টিপু আলম মিলন, বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ নাবিল আশরাফ এবং সংবাদ পাঠে নিউজ প্রেজেন্টার নাদিরা আশরাফকে পুরস্কার প্রদান করা হয়। সংগীতশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন বাপ্পা মজুমদার, রুমানা ইসলাম, মনির খান এবং গানবাংলা টেলিভিশনের মাধ্যমে বাংলা গানকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য কৌশিক হোসেন তাপস। এ বিভাগে আরও বিশেষ সম্মাননা পান গীতিকার শাহান কবন্ধ, সংগীতশিল্পী সাহিনা হক ও অনন্যা রুমা। চলচ্চিত্র সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, সাংস্কৃতিক সংগঠক চয়ন ইসলাম, মানবসেবায় বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং কৃষকের কল্যাণে অনন্য ভূমিকা রাখায় বাংলাদেশ কৃষি ব্যাংক। চলচ্চিত্র সাংবাদিকতায় সম্মাননা পান কামরুল হাসান দর্পণ, বিনোদন সাংবাদিকতায় মনজুর কাদের জিয়া এবং শেখ আরিফ বুলবন। নৃত্য বিভাগে শ্রাবন্তী রহমান এবং ইভেন্ট অর্গানাইজার হিসেবে মো. খাদিমুল ইসলাম সালমান। সংগঠনের সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভূমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. ইসমাইল, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি ফাল্গুনী হামিদ। স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির চেয়ারম্যান বেণু শর্মা ও সাধারণ সম্পাদক দুলাল খান।
শিরোনাম
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
বিসিআরএর মনোজ্ঞ রজতজয়ন্তী
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর