আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রজতজয়ন্তী উদ্যাপন করেছে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)। গতকাল সকালে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এ আয়োজন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে গাইবান্ধা থেকে ভার্চুয়ালি অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মনোজ্ঞ এ আয়োজনে নাট্যজন আতাউর রহমানকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়। এ ছাড়া সম্মাননা প্রদান করা হয় গীতিকার হিসেবে মোল্লা জালাল এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে ফাল্গুনী হামিদকে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও শাবান মাহমুদকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। চলচ্চিত্র বিভাগে সম্মাননা পান মৌসুমী, ফেরদৌস, নাসরিন, নতুন প্রজন্মের নায়িকা অধরা খান, চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল, জেসমিন আক্তার নদী এবং আবহমান বাংলার চিরন্তন কাহিনি নিয়ে ‘খায়রুন সুন্দরী’ চলচ্চিত্র নির্মাণের জন্য এ কে সোহেল। নাট্যাভিনয়ে মাহফুজ আহমেদ, নতুন প্রজন্মের অভিনেতা রাশেদ সীমান্ত, সমাজ সচেতনতামূলক নাটক রচনার জন্য টিপু আলম মিলন, বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ নাবিল আশরাফ এবং সংবাদ পাঠে নিউজ প্রেজেন্টার নাদিরা আশরাফকে পুরস্কার প্রদান করা হয়। সংগীতশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন বাপ্পা মজুমদার, রুমানা ইসলাম, মনির খান এবং গানবাংলা টেলিভিশনের মাধ্যমে বাংলা গানকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য কৌশিক হোসেন তাপস। এ বিভাগে আরও বিশেষ সম্মাননা পান গীতিকার শাহান কবন্ধ, সংগীতশিল্পী সাহিনা হক ও অনন্যা রুমা। চলচ্চিত্র সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, সাংস্কৃতিক সংগঠক চয়ন ইসলাম, মানবসেবায় বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং কৃষকের কল্যাণে অনন্য ভূমিকা রাখায় বাংলাদেশ কৃষি ব্যাংক। চলচ্চিত্র সাংবাদিকতায় সম্মাননা পান কামরুল হাসান দর্পণ, বিনোদন সাংবাদিকতায় মনজুর কাদের জিয়া এবং শেখ আরিফ বুলবন। নৃত্য বিভাগে শ্রাবন্তী রহমান এবং ইভেন্ট অর্গানাইজার হিসেবে মো. খাদিমুল ইসলাম সালমান। সংগঠনের সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভূমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. ইসমাইল, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি ফাল্গুনী হামিদ। স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির চেয়ারম্যান বেণু শর্মা ও সাধারণ সম্পাদক দুলাল খান।
শিরোনাম
- বিদেশি ঋণ ছাড়ালো ১১২ বিলিয়ন ডলার
- ড্রোন পরীক্ষা তদারকিতে এআই তৈরির নির্দেশ কিম জং উনের
- ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- রাশফোর্ডের জোড়া গোলে উড়ন্ত শুরু বার্সেলোনার
- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি আজ
- পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত
- গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার
- রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
বিসিআরএর মনোজ্ঞ রজতজয়ন্তী
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর