মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

এসইডিপির অনুকূলে ৬২ মিলিয়ন ডলার ঋণ ছাড় করল বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অনুকূলে ৬২ মিলিয়ন ইউএস ডলার ঋণ ছাড় করেছে বিশ্বব্যাংক। করোনাকালীন দেশে চলমান প্রকল্পগুলোর মধ্যে এটি সর্বোচ্চ ঋণ ছাড়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসইডিপিতে আটটি ক্ষেত্রে ৩৫টি ফলাফল অর্জনের পরিপ্রেক্ষিতে ৫১০ মিলিয়ন ইউএস ডলারের ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে ২০১৮ সালে বিশ্বব্যাংকের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে এ বছরের জন্য নির্ধারিত ছয়টি শর্তের  ফলাফল সন্তোষজনক হওয়ায় এ অর্থ ছাড় করা হয়েছে।

আরও বলা হয়েছে, গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর এ সংক্রান্ত চিঠি দেয় বিশ্বব্যাংক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর