শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পদবি পরিবর্তনের দাবিতে মাউশি অধিদফতরে কর্মচারী পরিষদের কলম বিরতি

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ের মতো পদবি পরিবর্তনের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর কর্মচারী পরিষদের উদ্যোগে শিক্ষা ভবন চত্বরে কলম বিরতি, অবস্থান কর্মসূচি ও কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মসূচি চলে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ বলেন, গণ-কর্মচারীরা জাতীয় উন্নয়নের প্রধান হাতিয়ার। তাদের ন্যায়সংগত দাবি বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। আমলাবাজ কর্মকর্তাদের ষড়যন্ত্রে ১২ লাখ কর্মচারী প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করে জনপ্রশাসনে বিরাজিত অসন্তোষ ও ক্ষোভ নিরসনের জোর দাবি জানান তারা। অন্যথায় দাবি আদায়ে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 আয়োজক সংগঠনের সভাপতি কাবুল হোসেন মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদের মহাসচিব আবু নাসের খান, সমন্বয় পরিষদের কার্যকরী সভাপতি এম এ হান্নান, মাউশি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর