শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বন্দরে ১ কোটি ৪০ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শুল্কমুক্ত কাঁচা তুলা আমদানির ঘোষণা দিয়ে সোফার কাপড় আমদানি করে ১  কোটি ৪০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। চালানটির আমদানিকারক নগরের কোতোয়ালি থানাধীন জুবিলী রোডের মেসার্স ই এন এন্টারপ্রাইজ। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চীন থেকে ৪০ ফুট দীর্ঘ দুটি কনটেইনারে ৪১ হাজার ১২০ কেজি কাঁচা তুলা ঘোষণা দেওয়া হয় চালানটিতে। খালাস প্রক্রিয়া  শেষ করে ডেলিভারির জন্য এসহাক ব্রাদার্স কনটেইনার ডিপোতে নিয়ে যাওয়া হয় চালানটি। কিন্তু বুধবার রাত ১১টার সময় আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ প্রগতি কার্গো সার্ভিসের প্রতিনিধি কনটেইনার থেকে পণ্য ট্রাকে লোড করার সময় কাস্টমস কর্মকর্তারা চালানটি আটক করেন। চালানটিতে শূন্য শুল্কের কাঁচা তুলার পরিবর্তে উচ্চ শুল্কের (৮৯ শতাংশ) সোফা ফেব্রিকস পাওয়া যায়।

প্রাথমিক তথ্যমতে, আমদানিকারকের অসত্য ঘোষণার ফলে অনুমানিক ১ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর