শিরোনাম
শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভ্যাকসিন নিয়ে সরকার তেলেসমাতি খেলছে

------- রিজভী

নিজস্ব প্রতিবেদক

ভ্যাকসিন নিয়ে সরকার ‘তেলেসমাতি’ খেলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে সরকার করোনার টিকা নিয়ে তেলেসমাতি শুরু করেছে। স্বাস্থ্য সচিব বলছেন, এটা জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) চুক্তি হয়েছে ভারতের সঙ্গে। সরকারের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে। আবার বলা হচ্ছে, এটা একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে। কোনটা বিশ্বাস করব? গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সেন্টার ফর ন্যাশনালিজ স্ট্যাডিজ (সিএনএস)-এর উদ্যোগে ‘ফেলানী ও সীমান্ত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের ট্রাস্টি ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। রিজভী আহমেদ বলেন, সরকার নিজের দেশের জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর