শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

টিকা নিয়ে মানুষের উৎকন্ঠা কমছে না : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, করোনার টিকা নিয়ে দেশের মানুষের উৎকণ্ঠা কমছে না। মানুষ জানে না, কবে এবং কিভাবে তারা টিকা পাবেন। তিনি বলেন, ভারতের সঙ্গে ৩ কোটি টিকার জন্য সরকার চুক্তি করেছে। তাতে দেড় থেকে আড়াই কোটি মানুষ হয়তো টিকা পাবে। গতকাল রাজধানীর বিজয়নগরে একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খুলনা বিভাগীয় জাপার অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দীন আহমদ বাবলু,  প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা, নাজনীন সুলতানা, শফিকুল ইসলাম মধু, সুমন আশরাফ প্রমুখ। জিএম কাদের বলেন, বাকি ১৫/১৬ কোটি মানুষ কীভাবে টিকা পাবে তা কেউই জানে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর