চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের বাকি আর মাত্র আট দিন। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় আলোচনায় উঠে আসছে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের হলফনামা নিয়ে। নির্বাচন কমিশনে জমা দেওয়া সেই পুরনো হলফনামা নতুন করে আলোচনা চলছে ভোটারদের মাঝে। নগরীর ৪১টি ওয়ার্ডে ১৭২ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এসব প্রার্থীর নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে অর্থ-সম্পদের পাশাপাশি স্বামীর চেয়ে ধনাঢ্য অবস্থানে আছেন তাদের স্ত্রীরাও। সাধারণ ভোটাররা বলছেন, কাউন্সিলর প্রার্থীদের আয়ের উৎস, ব্যবসা কী, কীভাবে এত টাকার মালিক, সাধারণ জীবন-যাপন, স্ত্রীরাও অনেক সম্পদের মালিক, বৈধ-অবৈধ ব্যবসা কী, সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত নাকি যোগ্যতার প্রশ্নে কোনো আপস নেই এমন প্রার্থীরাও নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে প্রতিটি ওয়ার্ডেই শেষ মুহূর্তের প্রচারণাসহ নানাভাবে কাউন্সিলর প্রার্থীদের হলফনামার বিষয়টিও আলোচনা-সমালোচনা চলছে বলে তৃণমূলের নেতা-কর্মীরা জানান। চট্টগ্রাম নির্বাচন কমিশন ও দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিক নির্বাচনের ৩০ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমন, ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের আবদুস সবুর লিটন-চারজনই কাউন্সিলর পদপ্রার্থী। এর মধ্যে লিটন ছাড়া অন্য তিনজনই বর্তমান কাউন্সিলর। তারা সবাই ধন-সম্পদে ঐশ্বর্যশালী। শুধু তারাই নন, তাদের স্ত্রীরাও ধনবান। অথচ স্ত্রীদের আয়-উপার্জন নেই। স্বামীর ধনেই ধন্য কাউন্সিলর প্রার্থীর স্ত্রীরা। করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া ২৯ মার্চ চসিক নির্বাচন উপলক্ষে দাখিল করা হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। পরে ২৭ জানুয়ারি চসিক নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হয়েছে। চসিক নির্বাচনের ৩০ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সমুন বলেন, কমিশনে জমা দেওয়া হলফনামায় অনেকে তথ্য গোপন করলেও আমি করিনি। বছরে কোটি টাকা আয় হলেও তা বৈধ পথে। প্রতি বছর আয়করও দেই। বৈধভাবে ব্যবসা করেই কোটিপতি হয়েছি। তিনি বলেন, আমার স্ত্রী রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে জড়িত থাকায় তারও রয়েছে নগদ টাকা ও সম্পদ। অনিয়ম, দুর্নীতির বিষয়ে আমিও জিরো টলারেন্স ঘোষণা করেছি এলাকায়। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চসিকের নির্বাচনে মেয়র প্রার্থীসহ ২৩৬ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। এদের মধ্যে মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে (পুরুষ) ১৭২ জন কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করছেন।
শিরোনাম
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
স্বামীর ধনে ধনাঢ্য স্ত্রীরাও
চট্টগ্রামে আলোচনায় কাউন্সিলর প্রার্থীদের হলফনামা
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর