বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রতিমন্ত্রীর পরিচয়ে আনসার ডিজির সঙ্গে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী পরিচয় দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালকের সঙ্গে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ওই প্রতারক হলেন ইবনে মিজান রনি (৫০)। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় মঙ্গলবার রাতে রাজধানীর গোপীবাগ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১-এর একটি দল। এ ঘটনায় গতকাল ওই প্রতারকের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দফতরের অ্যাডজুট্যান্ট আবুল হাসনাত  মো. লতিফুল আলম। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, গত বছরের ২২ নভেম্বর তাদের মহাপরিচালকের (ডিজি) হোয়াটসঅ্যাপে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের স্বাক্ষরিত একটি চিঠি আসে। ওই চিঠিতে শামীম মিয়া নামে একজনকে আনসার পদে চাকরি দেওয়ার সুপারিশ করা হয়। বিষয়টিতে সন্দেহ হলে র‌্যাব-৩-এর অধিনায়ককে জানানো হয়। গোয়েন্দা তথ্যে র‌্যাব জানতে পারে ইবনে মিজান রনি তার আইডি থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আনসার ডিজির কাছে ওই চিঠি পাঠান। গোয়েন্দাসূত্র বলছেন, আওয়ামী লীগ নেতা শেখ হেলাল এমপির পরিচয়ে এর আগে ডিজি আনসারকে ফোন করে চাকরির জন্য তদবির করেছিলেন এই প্রতারক। এর বাইরেও তিনি বিভিন্ন মন্ত্রী-এমপি বিশেষ করে নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু ও অতিরিক্ত ডিআইজি হাফিজ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন দীর্ঘদিন ধরে।

 তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বান্দুনীমুড়ায়। বাবার নাম বাচ্চু মিয়া। প্রতারণায় অর্জিত টাকা দিয়ে হাজীগঞ্জ পৌরসভায় ট্রাক রোডে পাঁচ তলা বাড়ি করেছেন রনি। তার একাধিক স্ত্রী রয়েছেন। প্রতারণার অভিযোগে রনি ২০১৭ সালেও গ্রেফতার হয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর