বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আসামিরা ধরাছোঁয়ার বাইরে আতঙ্কে নিহতের পরিবার

নির্বাচনী সংঘাতে খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের সংঘাতে মো. আলাউদ্দিন আলো খুনের সাত দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে ঘটনার মূল হোতারা। এমনকি সাত দিনে কোনো আসামির সন্ধান পায়নি পুলিশ। অভিযোগ আছে, আসামিরা এলাকায় অবস্থান করলেও পুলিশ গ্রেফতার করছে না। উল্টো নিহতের পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। নিহত আলাউদ্দিন আলোর বোনের জামাই মো. জাহাঙ্গীর বলেন, ‘কয়েক দিন অতিবাহিত হলেও কোনো আসামি এখনো গ্রেফতার হয়নি। এ নিয়ে আমাদের আতঙ্কে দিন কাটছে। আসামিরা আমাদের বাড়িঘর ভাঙচুর ও মারধরের হুমকি দিচ্ছে। আমরা আসামিদের গ্রেফতার দাবি করছি।’ তবে মামলার তদন্ত কর্মকর্তা, চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক সোহরাব হোসেন বলেন, ‘আসামিদের গ্রেফতারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। তারা এলাকায় না থাকায় গ্রেফতার করা যাচ্ছে না। তবে চেষ্টা চলছে।’ জানা যায়, আলাউদ্দিন আলো খুনের পর বোন জাহানারা বেগম বাদী হয়ে ২৯ জনের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর দু-এক দিন আত্মগোপনে থেকে এলাকায় ফিরে আসেন মূল হোতারা। প্রসঙ্গত, ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন চলাকালে পাহাড়তলী ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রের সামনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী ও বিদ্রোহী মাহমুদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয় মারা যান দিনমজুর মো. আলাউদ্দিন আলো।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর