রাজধানীর হাতিরঝিলে পৃথক দুটি ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। শুক্রবার হাতিরঝিল, রামপুরাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করে নেওয়া একটি বিদেশি পিস্তল, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকার ও স্বর্ণালংকার বিক্রির ১৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন- ডাকাত দলের প্রধান মোরশেদ ওরফে হাড্ডি মোরশেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও রাসেল। ডিবি পুলিশ বলছে, কারাগারে এদের পরস্পরের মধ্যে পরিচয় হয়। পরে জামিনে বেরিয়ে এসে সংঘবদ্ধভাবে একাধিকবার ডাকাতির কাজ করেছে। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা এর আগে বিশেষ অভিযান চালিয়ে অর্ধ শতাধিক চোর-ডাকাতকে গ্রেফতার করেছি। তবে শুক্রবারের গ্রেফতার ব্যক্তিরা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তারা একাধিক মামলায় গ্রেফতার হয়ে জেলে ছিল। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে সহযোগীদের গ্রেফতারে অভিযান চালানো হবে। তিনি বলেন, গ্রেফতাররা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জানিয়েছে- গ্রিল কেটে বাসায় প্রবেশ করে বসবাসরত ব্যক্তিদের হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটাত তারা। গত বছরের ১০ অক্টোবর মগবজার ওয়্যারলেস গেট এলাকার বিশাল সেন্টারের পেছনের একটি বাসা থেকে নগদ আড়াই লাখ টাকা ও ৮৮ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৪৭ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এর প্রায় দুই মাসের মাথায় ডাকাত দলের এই সদস্যরাই হাতিরঝিলের হাজিপাড়ার একটি বাসা থেকে একটি লাইসেন্স করা পিস্তল, ৫৯ রাউন্ড গুলি, নগদ টাকা, বিদেশি মুদ্রা, ৫৯ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় হাতিরঝিল থানায় দুটি মামলা হয়।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা