রাজধানীর হাতিরঝিলে পৃথক দুটি ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। শুক্রবার হাতিরঝিল, রামপুরাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করে নেওয়া একটি বিদেশি পিস্তল, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকার ও স্বর্ণালংকার বিক্রির ১৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন- ডাকাত দলের প্রধান মোরশেদ ওরফে হাড্ডি মোরশেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও রাসেল। ডিবি পুলিশ বলছে, কারাগারে এদের পরস্পরের মধ্যে পরিচয় হয়। পরে জামিনে বেরিয়ে এসে সংঘবদ্ধভাবে একাধিকবার ডাকাতির কাজ করেছে। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা এর আগে বিশেষ অভিযান চালিয়ে অর্ধ শতাধিক চোর-ডাকাতকে গ্রেফতার করেছি। তবে শুক্রবারের গ্রেফতার ব্যক্তিরা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তারা একাধিক মামলায় গ্রেফতার হয়ে জেলে ছিল। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে সহযোগীদের গ্রেফতারে অভিযান চালানো হবে। তিনি বলেন, গ্রেফতাররা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জানিয়েছে- গ্রিল কেটে বাসায় প্রবেশ করে বসবাসরত ব্যক্তিদের হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটাত তারা। গত বছরের ১০ অক্টোবর মগবজার ওয়্যারলেস গেট এলাকার বিশাল সেন্টারের পেছনের একটি বাসা থেকে নগদ আড়াই লাখ টাকা ও ৮৮ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৪৭ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এর প্রায় দুই মাসের মাথায় ডাকাত দলের এই সদস্যরাই হাতিরঝিলের হাজিপাড়ার একটি বাসা থেকে একটি লাইসেন্স করা পিস্তল, ৫৯ রাউন্ড গুলি, নগদ টাকা, বিদেশি মুদ্রা, ৫৯ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় হাতিরঝিল থানায় দুটি মামলা হয়।
শিরোনাম
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
কারাগারে পরিচয়, জামিনে বেরিয়ে সংঘবদ্ধ ডাকাতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর