রাজধানীর হাতিরঝিলে পৃথক দুটি ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। শুক্রবার হাতিরঝিল, রামপুরাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করে নেওয়া একটি বিদেশি পিস্তল, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকার ও স্বর্ণালংকার বিক্রির ১৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন- ডাকাত দলের প্রধান মোরশেদ ওরফে হাড্ডি মোরশেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও রাসেল। ডিবি পুলিশ বলছে, কারাগারে এদের পরস্পরের মধ্যে পরিচয় হয়। পরে জামিনে বেরিয়ে এসে সংঘবদ্ধভাবে একাধিকবার ডাকাতির কাজ করেছে। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা এর আগে বিশেষ অভিযান চালিয়ে অর্ধ শতাধিক চোর-ডাকাতকে গ্রেফতার করেছি। তবে শুক্রবারের গ্রেফতার ব্যক্তিরা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তারা একাধিক মামলায় গ্রেফতার হয়ে জেলে ছিল। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে সহযোগীদের গ্রেফতারে অভিযান চালানো হবে। তিনি বলেন, গ্রেফতাররা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জানিয়েছে- গ্রিল কেটে বাসায় প্রবেশ করে বসবাসরত ব্যক্তিদের হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটাত তারা। গত বছরের ১০ অক্টোবর মগবজার ওয়্যারলেস গেট এলাকার বিশাল সেন্টারের পেছনের একটি বাসা থেকে নগদ আড়াই লাখ টাকা ও ৮৮ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৪৭ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এর প্রায় দুই মাসের মাথায় ডাকাত দলের এই সদস্যরাই হাতিরঝিলের হাজিপাড়ার একটি বাসা থেকে একটি লাইসেন্স করা পিস্তল, ৫৯ রাউন্ড গুলি, নগদ টাকা, বিদেশি মুদ্রা, ৫৯ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় হাতিরঝিল থানায় দুটি মামলা হয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
কারাগারে পরিচয়, জামিনে বেরিয়ে সংঘবদ্ধ ডাকাতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর