সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কলাগাছের মিনারে কুমড়ো ফুলের শ্রদ্ধা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কলাগাছের মিনারে কুমড়ো ফুলের শ্রদ্ধা

কলাগাছ সংগ্রহ করে বাড়িতে তৈরি করা হলো শহীদ মিনার। রঙিন কাগজে মোড়ানো কলাগাছে কুমড়ো ফুলের শ্রদ্ধাঞ্জলি জানাল পাড়ার সব শিশু। বড়দের  থেকে কিছু টাকা নিয়ে শহীদ মিনারের চারপাশে রঙিন কাগজ দিয়ে বেড়া তৈরি করা হয়। কাঁঠাল গাছের ডালা কেটে এনে তাতে টাঙ্গিয়ে দিল অ আ ই ঈ ক খ গ ঘ। বেলা সাড়ে ৯ টায় শ্রদ্ধা জানানোর পালা। একে একে হাতে করে কেউ আনল কুমড়ো ফুল, কেউবা আনলো কলমি ফুল। পথে কুড়িয়ে আনা লাল শিমুল ফুলও আনলো। দলবেঁধে শিশুরা তাদের হাতে বানানো কলাগাছের  শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল। কলাগাছ দিয়ে শহীদ মিনার বানানো ও তাতে শ্রদ্ধা জানানোর এমন ঘটনা কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া গ্রামে। এ কুডামের সর্দার বাড়ির স্কুল পড়ুয়া সিফাত, জাহিন ও সিফাতের নেতৃত্বে অন্তত কুড়িজন শিশু শহীদ মিনার তৈরি করে। রিফাত স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। রিফাত জানায়, রাতে পাড়ার একটি বাড়ি থেকে কলাগাছ সংগ্রহ করেন। বাড়ির পাশে খোলা জায়গায় শহীদ মিনার বানায়। পঞ্চম থীর জিহান জানায়, এবার স্কুলে যাইতে না করছে। স্কুল বন্ধ। আমডা হগ্গলে মিল্লা শহীদ মিনার বানাইছি। বানাশুয়া সর্দার বাড়ি কর্তা রফিকুল ইসলাম বলেন, রাতে নাতি ভাতিজারা মিলে শহীদ মিনার বানাইছে। সকালে তারা শহীদ মিনারে কুমড়া ফুল, তুলা ফুল দিছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর