মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রেলস্টেশনে ময়লা আবর্জনা, মাস্টার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রেলস্টেশনে ময়লা-আবর্জনাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা না রাখায় ফৌজদারহাট স্টেশন মাস্টার রতনকান্তি দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন গতকাল বেলা ১১টার দিকে ফৌজদারহাট রেলস্টেশনে পরিদর্শনে গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষুব্ধ হন। তৎক্ষণাৎ এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রেলওয়ের প্রতিটি স্টেশনই থাকবে পরিষ্কার-পরিচ্ছন্ন। এসব কাজে স্ব-স্ব দায়িত্বপ্রাপ্তরা অবশ্যই দায়িত্ব পালন করবেন। দায়িত্বে অবহেলায় কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘সরকার টাকা দিচ্ছে, কেন কাজকে আমরা ফাঁকি দেব। সবকিছু নিজের দায়িত্ব মনে করেই করতে হবে। সরকারের শতভাগ আন্তরিকতা রয়েছে।

এতে রেল আরও গতিশীল হবে সেটাই প্রত্যাশা করি।’ নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শুধু ফৌজদারহাট নয় প্রায় প্রতিটি স্টেশনই এমন অবস্থায় থাকে প্রতিনিয়ত। ঊর্ধ্বতন কর্মকর্তারা যখনই পরিদর্শন বা তদারকি করেন তখনই শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর