বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

তিন পার্বত্য জেলায় টিকা নিলেন ১৫ হাজার ৮০৭ জন

নিজস্ব প্রতিবেদক

তিন পার্বত্য জেলায় টিকা নিলেন ১৫ হাজার ৮০৭ জন

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় হচ্ছে রেলপথ। এ বিষয়ে প্রকল্প প্রণয়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এদিকে তিন পার্বত্য জেলায় এ পর্যন্ত টিকা নিয়েছেন ১৫ হাজার ৮০৭ জন। ১৫ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী চলমান করোনা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে তিন পার্বত্য জেলার ৭৩টি কেন্দ্রের মাধ্যমে তারা এ টিকা গ্রহণ করেছেন। সংসদ ভবনে গতকাল ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মীর মোস্তাক আহমেদ রবি এবং বাসন্তী চাকমা বৈঠকে অংশগ্রহণ করেন। কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম বলেন, তিন পার্বত্য জেলায় রেলপথ হবে। আমরা প্রকল্প প্রণয়নের সুপারিশ করেছি। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে তিন পার্বত্য জেলায় রেললাইন স্থাপন, শান্তিচুক্তি বাস্তবায়নের পর জমির লিজ এবং করোনার টিকাদান কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে সরকারি কোনো কর্মকর্তা ও কর্মচারীর দাফতরিক কাজের ব্যর্থতা হিসেবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় বদলি বা পদায়ন করা সংক্রান্ত প্রচার প্রচারণা বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নিজ নিজ মাতৃভাষায় শিক্ষাদানের লক্ষ্যে স্ব স্ব আঞ্চলিক ভাষায় অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দানের জন্য সুপারিশ করা হয়। পাশাপাশি পার্বত্য এলাকার শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি দ্রুত নিষ্পন্ন করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে সমন্বয় করার সুপারিশ করে কমিটি। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানীয় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর