হকার-পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নারায়ণগঞ্জ শহর। ধাওয়া-পাল্টাধাওয়া ও শহরের ১০-১২টি স্থানে কাপড়ে অগ্নিসংযোগ করে হকাররা। ভাঙচুর করে বিআরটিসি বাসসহ ৫-৬টি গাড়ি। নিক্ষেপ করা হয় ইটপাটকেল। পুরো শহরে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ ঘটনায় হকার, পুলিশ সাংবাদিকসহ আহত হন প্রায় ১০ জন। গতকাল বিকালে এ ঘটনার সূত্রপাত হয়। সন্ধ্যা ৭টায় শত শত পুলিশ সদস্য বিভিন্ন স্পটে আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে। জানা গেছে, এক সপ্তাহ ধরে শহরের চাষাঢ়া থেকে দ্বিতীয় রেলগেট পর্যন্ত প্রায় ১ থেকে দেড় হাজার হকার রাস্তায় বসার জন্য আন্দোলন করছে। এর ধারাবাহিকতায় হকাররা গতকাল বিকালে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। রাস্তা থেকে সরে যেতে বললে হকাররা পুলিশের সঙ্গে তুমুল বাকবিত-ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ মৃদু লাঠিচার্জ ও হকার নেতা আসাদুজ্জামানকে আটক করে। এর জেরে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া। ওই সময় হকাররা ফুটপাথে বিক্রির জন্য আনা কাপড়ে আগুন লাগিয়ে বঙ্গবন্ধু সড়কে বিভিন্ন স্পটে ছড়িয়ে দেয়। এতে পুরো শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ হকাররা রাস্তায় থাকায় বিআরটিসি বাস, একটি প্রাইভেটকারসহ ডজনখানেক গাড়ি ভাঙচুর করে। পরে হকাররা শহরের কালীবাজার এলাকায় ও পুলিশ চাষাঢ়া সমবায় মার্কেট এলাকায় অবস্থান নেয়। এর মধ্যে শহরের ১০-১২টি স্পটে কাপড়ে আগুন দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে হকাররা। নারায়ণগঞ্জ সদর মডেল পুলিশের সার্কেল এএসপি সুভাষ সাহা জানান, আমরা ধৈর্য্যরে সঙ্গে ঘটনা মোকাবিলা করছি। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, এসব ঘটনায় আমরা পরে আইনি ব্যবস্থা নেব। ফুটপাথে হকার বসতে না দিতে ওপরের নির্দেশ রয়েছে।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
হকার-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর