হকার-পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নারায়ণগঞ্জ শহর। ধাওয়া-পাল্টাধাওয়া ও শহরের ১০-১২টি স্থানে কাপড়ে অগ্নিসংযোগ করে হকাররা। ভাঙচুর করে বিআরটিসি বাসসহ ৫-৬টি গাড়ি। নিক্ষেপ করা হয় ইটপাটকেল। পুরো শহরে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ ঘটনায় হকার, পুলিশ সাংবাদিকসহ আহত হন প্রায় ১০ জন। গতকাল বিকালে এ ঘটনার সূত্রপাত হয়। সন্ধ্যা ৭টায় শত শত পুলিশ সদস্য বিভিন্ন স্পটে আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে। জানা গেছে, এক সপ্তাহ ধরে শহরের চাষাঢ়া থেকে দ্বিতীয় রেলগেট পর্যন্ত প্রায় ১ থেকে দেড় হাজার হকার রাস্তায় বসার জন্য আন্দোলন করছে। এর ধারাবাহিকতায় হকাররা গতকাল বিকালে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। রাস্তা থেকে সরে যেতে বললে হকাররা পুলিশের সঙ্গে তুমুল বাকবিত-ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ মৃদু লাঠিচার্জ ও হকার নেতা আসাদুজ্জামানকে আটক করে। এর জেরে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া। ওই সময় হকাররা ফুটপাথে বিক্রির জন্য আনা কাপড়ে আগুন লাগিয়ে বঙ্গবন্ধু সড়কে বিভিন্ন স্পটে ছড়িয়ে দেয়। এতে পুরো শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ হকাররা রাস্তায় থাকায় বিআরটিসি বাস, একটি প্রাইভেটকারসহ ডজনখানেক গাড়ি ভাঙচুর করে। পরে হকাররা শহরের কালীবাজার এলাকায় ও পুলিশ চাষাঢ়া সমবায় মার্কেট এলাকায় অবস্থান নেয়। এর মধ্যে শহরের ১০-১২টি স্পটে কাপড়ে আগুন দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে হকাররা। নারায়ণগঞ্জ সদর মডেল পুলিশের সার্কেল এএসপি সুভাষ সাহা জানান, আমরা ধৈর্য্যরে সঙ্গে ঘটনা মোকাবিলা করছি। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, এসব ঘটনায় আমরা পরে আইনি ব্যবস্থা নেব। ফুটপাথে হকার বসতে না দিতে ওপরের নির্দেশ রয়েছে।
শিরোনাম
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
হকার-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর