হকার-পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নারায়ণগঞ্জ শহর। ধাওয়া-পাল্টাধাওয়া ও শহরের ১০-১২টি স্থানে কাপড়ে অগ্নিসংযোগ করে হকাররা। ভাঙচুর করে বিআরটিসি বাসসহ ৫-৬টি গাড়ি। নিক্ষেপ করা হয় ইটপাটকেল। পুরো শহরে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ ঘটনায় হকার, পুলিশ সাংবাদিকসহ আহত হন প্রায় ১০ জন। গতকাল বিকালে এ ঘটনার সূত্রপাত হয়। সন্ধ্যা ৭টায় শত শত পুলিশ সদস্য বিভিন্ন স্পটে আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে। জানা গেছে, এক সপ্তাহ ধরে শহরের চাষাঢ়া থেকে দ্বিতীয় রেলগেট পর্যন্ত প্রায় ১ থেকে দেড় হাজার হকার রাস্তায় বসার জন্য আন্দোলন করছে। এর ধারাবাহিকতায় হকাররা গতকাল বিকালে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। রাস্তা থেকে সরে যেতে বললে হকাররা পুলিশের সঙ্গে তুমুল বাকবিত-ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ মৃদু লাঠিচার্জ ও হকার নেতা আসাদুজ্জামানকে আটক করে। এর জেরে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া। ওই সময় হকাররা ফুটপাথে বিক্রির জন্য আনা কাপড়ে আগুন লাগিয়ে বঙ্গবন্ধু সড়কে বিভিন্ন স্পটে ছড়িয়ে দেয়। এতে পুরো শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ হকাররা রাস্তায় থাকায় বিআরটিসি বাস, একটি প্রাইভেটকারসহ ডজনখানেক গাড়ি ভাঙচুর করে। পরে হকাররা শহরের কালীবাজার এলাকায় ও পুলিশ চাষাঢ়া সমবায় মার্কেট এলাকায় অবস্থান নেয়। এর মধ্যে শহরের ১০-১২টি স্পটে কাপড়ে আগুন দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে হকাররা। নারায়ণগঞ্জ সদর মডেল পুলিশের সার্কেল এএসপি সুভাষ সাহা জানান, আমরা ধৈর্য্যরে সঙ্গে ঘটনা মোকাবিলা করছি। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, এসব ঘটনায় আমরা পরে আইনি ব্যবস্থা নেব। ফুটপাথে হকার বসতে না দিতে ওপরের নির্দেশ রয়েছে।
শিরোনাম
                        - চোটে বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন অশ্বিন
 - রংপুরে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে খুলল নতুন দুয়ার
 - আসিয়ানে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত বাংলাদেশের
 - জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট নিয়ে নির্দেশনা
 - সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪১
 - বিএনপির প্রার্থী ঘোষণার পরই বগুড়ায় আনন্দ-উৎসব
 - মিশরে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ‘ইত্তেহাদ’ বার্ষিক অনুষ্ঠান ২০২৫
 - বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
 - নোয়াখালীতে ট্রাক চাপায় তিন যাত্রী নিহত
 - স্ত্রীকে ফেরাতে না পেরে প্রেমিককে হত্যা, স্বামী গ্রেফতার
 - যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার
 - চট্টগ্রামে অস্ত্র উদ্ধার মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড
 - মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল থেকে বিরত থাকার নির্দেশ সেলিমুজ্জামানের
 - ‘ফিলিস্তিনি যোদ্ধাদের মৃত্যুদণ্ড’ বিল পাসের পথে ইসরায়েলি সংসদ
 - বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে
 - রাজবাড়ীতে ব্যবসায়ীদের হয়রানি বন্ধে মানববন্ধন
 - জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ
 - অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - রাজধানীতে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
 - মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা পেরুর