শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

চীনা পণ্য বর্জনের আহ্বান জনসেবা আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

চীনা পণ্য বর্জনের আহ্বান জনসেবা আন্দোলনের

চীনা পণ্য বর্জনের দাবিতে গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল -বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম চীনা পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, আমরা আগেও বলেছি, চীন মুসলমানদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়ে আসছে। উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চীনকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্নবিদ্ধ করেছে চীনের আদর্শকে। মুসলিমদের ওপর নির্যাতনে চীনের একপেশে আচরণ কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। বিক্ষোভে মুফতি জাকির হুসাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদশে জনসেবা আন্দোলনের মহাসচিব মুফতি ইয়ামিন হুসাইন আজমী, মুফতি আবদুল্লাহ, মুফতি আবদুল আলিম, মুফতি আবু দারদা, মাওলানা দেলওয়ার হুসাইন প্রমুখ।

বক্তারা চীনের উইঘুর মুসলিমদের রক্ষায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ কামনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর