মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

আগাম জামিন কাদের মির্জার ৭২ অনুসারীর

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ৭২ জনকে আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। ২০ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনায় কাদের মির্জার অনুসারী বলে পরিচিত ৬৪৪ জনের বিরুদ্ধে মামলা করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

তবে এ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে আসামি করা হয়নি। এ মামলায় কাদের মির্জার সহযোগী সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়েরসহ ৭২ জন হাই কোর্ট থেকে আগাম জামিন নিলেন।

সর্বশেষ খবর