মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

বিদেশ যেতে নিষেধাজ্ঞা নিয়ে রায় স্থগিত চায় দুদক

নিজস্ব প্রতিবেদক

সুনির্দিষ্ট বিধি বা আইন প্রণয়ন না করা পর্যন্ত দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে দুদক নয়, সিদ্ধান্ত নেবেন বিশেষ জজ আদালত, হাই কোর্টের এমন অভিমত দিয়ে প্রদান করা রায় স্থগিত চেয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান আবেদনটি শুনানির জন্য ২৮ মার্চ দিন ধার্য করেছেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্য পক্ষে ছিলেন অ্যাডভোকেট-অন-রেকর্ড হাসিনা আক্তার। পরে খুরশীদ আলম খান বলেন, ‘ওই রায় স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। শুনানির জন্য তালিকায় ছিল। কিন্তু অপর পক্ষ সময় চেয়ে আবেদন করায় শুনানির জন্য ২৮ মার্চ দিন রেখেছে আদালত। আর ওই দিন পর্যন্ত বিদেশ যেতে পারবেন না নরসিংদীর আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর রহমান।’

বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে নরসিংদীর আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর রহমানের করা এক রিট আবেদনে জারি করা রুলের ওপর ১৬ মার্চ রায় দেয় হাই কোর্ট। দুদকের দেওয়া নিষেধাজ্ঞার চিঠি অবৈধ ঘোষণা করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ অভিমতে বলেন, সুনির্দিষ্ট বিধি বা আইন প্রণয়ন না করা পর্যন্ত দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে দুদক নয়, সিদ্ধান্ত নেবে বিশেষ জজ আদালত। তবে এ বিষয়ে পূর্ণাঙ্গ আদেশ দেওয়ার সময় আদালত প্রয়োজনীয় গাইডলাইন ঠিক করে দেবে।

হাই কোর্ট বলেছে, ‘বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে দুদকের সুনির্দিষ্ট আইন বা বিধি নেই। এ কারণে এ বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট আইন বা বিধিমালা করা প্রয়োজন। তাই আশা করছি, এ বিষয়ে দুদক বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন বা বিধি করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

সর্বশেষ খবর