বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে বাড়ছে সংক্রমণ তবুও অনীহা মাস্কে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বাড়ছে সংক্রমণ তবুও অনীহা মাস্কে

করোনার সংক্রমণ রোধে মাস্কবিহীন পথচারীদের একজনকে গতকাল মাস্ক পরিয়ে দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন পদস্থ কর্মকর্তা -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রামে বাড়ছেই করোনার সংক্রমণ। তারপরেও সাধারণ মানুষের মাঝে মাস্ক ব্যবহারে আগ্রহ দেখা যাচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালের করোনা ওয়ার্ড ও নমুনা পরীক্ষার বুথের সামনেও অনেকে ঘুরছেন মাস্ক ছাড়াই। মাস্ক না পরতে ‘অজুহাতের’ শেষ নেই তাদের। জরিমানা, মুচলেখা নিয়েও সাধারণ মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে পারছে না প্রশাসন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, টানা কয়েক মাস করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর আবারও বেড়ে গেছে করোনাভাইরাস। ক্রমেই বাড়ছে সংক্রমণের হার, বাড়ছে মৃত্যুর মিছিলও। প্রশাসনের এত সতর্কতাসহ উদ্যোগ নেওয়া হলেও এখনো উদাসীন চট্টগ্রামের বেশিরভাগ মানুষ। করোনার সংক্রমণ রোধে সরকার, স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুখে মাস্ক পরার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন। অথচ এখনো মাস্ক পরতেই ‘অনীহা’ মানুষের।

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রামে হঠাৎ করেই করোনার প্রকোপ বেড়ে গেছে, সেই তুলনায় বাড়েনি জনসচেতনতা। বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানছেন না। সরকার ও স্বাস্থ্য প্রশাসন মাস্ক পরার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর