শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করার সুযোগ নেই। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অভিযোগ রয়েছে- ফরম পূরণের ক্ষেত্রে বাড়তি অর্থ না নেওয়ার কড়া নির্দেশনা থাকলেও তা মানছে না অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। বিভিন্ন খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অনেক বেশি টাকা আদায় করা হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন করোনায় আয় কমে যাওয়া অভিভাবকরা।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কভিড ১৯ বিস্তারের কারণে এসএসসি পরীক্ষা ২০২১ এর বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় বর্ধিত করে নতুন সময়সূচি জানানো হবে।

সর্বশেষ খবর