সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা
রেলক্রসিংয়ে সিগন্যাল অমান্য

খুলনায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার খানজাহান আলী থানার আফিল গেট রেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকটি রেললাইন থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে গেছে। সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- ট্রাকচালক ঝিনাইদহের রঘুনাথপুর গ্রামের ইউনুস আলী (৩৫) এবং হেলপার একই এলাকার মো. হাসান (২৭)। তাদের ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ট্রাকটি মোংলা থেকে সিমেন্ট বোঝাই করে যশোরের দিকে যাচ্ছিল। আফিল গেট রেলক্রসিং এলাকায় পৌঁছালে যশোর থেকে খুলনাগামী একটি ট্রেনের ইঞ্জিন (বেড নম্বর-৩৩) চলে আসে। এ সময় ট্রাকটি রেলক্রসিংয়ের সিগন্যাল অমান্য করে পাশ কেটে যাওয়ার চেষ্টা করে। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। তবে গতি থাকায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে গেটম্যানদের বসবাস করা ঘরের ওপর গিয়ে পড়ে। পরে খানজাহান আলী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল এসে ট্রাকটি উদ্ধার করে।

সর্বশেষ খবর