বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা

১০ হাজার রেমডেসিভির ভারতে পাঠানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে জরুরি সহায়তার অংশ হিসেবে করোনার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ। বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ বুধবার ট্রাকযোগে ১০ হাজার রেমডেসিভির ভারতের পশ্চিমবঙ্গে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গতকাল সাংবাদিকদের জানান, বাংলাদেশের জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দেওয়ার প্রস্তাব গ্রহণ করে ভারত জরুরি ভিত্তিতে রেমডেসিভির পাঠাতে বলেছে। সে অনুযায়ী তা ভারতে পাঠানো হচ্ছে। এ ছাড়া ভারতের আর কী কী প্রয়োজন, তা নিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হোসেন জানান, বাংলাদেশের দেওয়া ওষুধ আগামীকাল ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর