বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা চর্চা-সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। নিজে সনাতন ধর্মাবলম্বী হলেও করোনা পরিস্থিতি এবং গরিব-অসহায় মানুষের কথা চিন্তা করে প্রথম রমজান থেকে গতকাল পর্যন্ত মোট ২৩ দিনে ৫০ হাজার মানুষের মধ্যে ইফতারি বিতরণ করেছেন। তার এমন মানবিক উদ্যোগকে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন সচেতন নগরবাসী। লকডাউনে নিম্নআয়ের অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। অনিশ্চিত তাদের ইফতারের আয়োজন। শুধুমাত্র বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা চর্চায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন চিত্তরঞ্জন দাস। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রথম রমজানে এক হাজার মানুষের জন্য ইফতারি বানানো হয়। পরে ধীরে ধীরে বাড়ানো হয়। গত ২৩ দিনে ৫০ হাজার মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সবুজবাগের অভয় বিনোদনী উচ্চবিদ্যালয়ে ইফতার সামগ্রী তৈরি করা হয়। এ জন্য ৮/১০ জন বাবুর্চি ও ১০০ স্বেচ্ছাসেবক বাহিনী খাদ্য তৈরি করে এবং ঘুরে ঘুরে বিতরণ করে থাকেন। এ জন্য তিনটি মিনি ট্রাক ব্যবহার করা হয়। এ ছাড়াও ওয়ার্ডের কিছু নির্দিষ্ট এলাকায় বুথ স্থাপন করে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, কখনো মাংস খিচুড়ি বিতরণ করা হয়। সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাস বলেন, করোনা সংকটের কারণে অনেকের বাসায়, ভাসমান ও শ্রমজীবী অনেক মানুষের ইফতারের কোনো ব্যবস্থা নেই। এ কারণেই প্রথম রমজান থেকে ইফতারি তৈরি করে নিজেই স্বেচ্ছাসেবকদের সঙ্গে রাস্তায় বিতরণ করি। তিনি বলেন, এই বাংলাদেশ কোনো মুসলমান, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টানদের নয়; এটা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
২৩ দিনে ৫০ হাজার মানুষকে ইফতার দিলেন চিত্তরঞ্জন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর