বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা চর্চা-সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। নিজে সনাতন ধর্মাবলম্বী হলেও করোনা পরিস্থিতি এবং গরিব-অসহায় মানুষের কথা চিন্তা করে প্রথম রমজান থেকে গতকাল পর্যন্ত মোট ২৩ দিনে ৫০ হাজার মানুষের মধ্যে ইফতারি বিতরণ করেছেন। তার এমন মানবিক উদ্যোগকে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন সচেতন নগরবাসী। লকডাউনে নিম্নআয়ের অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। অনিশ্চিত তাদের ইফতারের আয়োজন। শুধুমাত্র বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা চর্চায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন চিত্তরঞ্জন দাস। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রথম রমজানে এক হাজার মানুষের জন্য ইফতারি বানানো হয়। পরে ধীরে ধীরে বাড়ানো হয়। গত ২৩ দিনে ৫০ হাজার মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সবুজবাগের অভয় বিনোদনী উচ্চবিদ্যালয়ে ইফতার সামগ্রী তৈরি করা হয়। এ জন্য ৮/১০ জন বাবুর্চি ও ১০০ স্বেচ্ছাসেবক বাহিনী খাদ্য তৈরি করে এবং ঘুরে ঘুরে বিতরণ করে থাকেন। এ জন্য তিনটি মিনি ট্রাক ব্যবহার করা হয়। এ ছাড়াও ওয়ার্ডের কিছু নির্দিষ্ট এলাকায় বুথ স্থাপন করে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, কখনো মাংস খিচুড়ি বিতরণ করা হয়। সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাস বলেন, করোনা সংকটের কারণে অনেকের বাসায়, ভাসমান ও শ্রমজীবী অনেক মানুষের ইফতারের কোনো ব্যবস্থা নেই। এ কারণেই প্রথম রমজান থেকে ইফতারি তৈরি করে নিজেই স্বেচ্ছাসেবকদের সঙ্গে রাস্তায় বিতরণ করি। তিনি বলেন, এই বাংলাদেশ কোনো মুসলমান, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টানদের নয়; এটা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ।
শিরোনাম
- মোংলায় ‘৩১ দফা’ বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক
- গাজার জন্য ৯০০ টন খাদ্য নিয়ে যাচ্ছে তুরস্কের জাহাজ
- মাত্র ৭০০০ টাকায় আইফোনে ফিরে আসছে ফিজিক্যাল কিবোর্ড
- লক্ষ্মীপুরে দিনব্যাপী বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত
- ‘বন্ধুত্ব থেকে বৈরিতা’: কেন জটিল হচ্ছে পাকিস্তান–তালেবান সম্পর্ক
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে আর্মেনিয়ায় ৬ ধর্মগুরু গ্রেপ্তার
- চীন-তুরস্ক-ফ্রান্স থেকে ১৩২ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া
- যতটা সম্ভব সব মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে: হামাস
- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কার
- ১৩৬ দিন অন্ধকারে থাকবে কানাডার যে এলাকা
- আইসিসিবিতে টেকসই পানি ব্যবস্থাপনা মেলা শুরু
- বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফিরছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি
- সুনামগঞ্জে রাষ্ট্র মেরামতের ৩১ দফার সমর্থনে মহিলা দলের প্রচার মিছিল
- যশোর বোর্ডে ২০ কলেজে শতভাগ ফেল
- টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, ক্ষুব্ধ জনতার আগুন
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে সেল কাউন্টার ও পোর্টেবল ইসিজি মেশিন হস্তান্তর
- রাইদা বাসের ধাক্কায় হাত ভাঙল নারী পুলিশ কনস্টেবলের
- ঘোষিত সময়ে নির্বাচন দিন অন্যথায় হাস্যাস্পদ হবেন : ফারুক
- চার দফা দাবিতে মেহেরপুরে পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন
২৩ দিনে ৫০ হাজার মানুষকে ইফতার দিলেন চিত্তরঞ্জন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর