বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগানের লাজ ফার্মাকে বিভিন্ন অনিয়মের কারণে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত। গতকাল ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা ও বেগম রাশিদা আক্তার।

বিএসটিআই সূত্রে জানা গেছে, পণ্যের গুণগত মান সনদ বা ছাড়পত্র গ্রহণ ছাড়াই অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে পণ্য বিক্রি করছিল লাজ ফার্মা। একনিঅনোমিকস ব্র্যান্ডের ৩৬০ ডিগ্রি বডি স্প্রেতে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার এবং সফট ড্রিংক পাউডার, মধু, চকলেট, বেবি পাউডার, বিস্কুট, চিপস ইত্যাদি পণ্যের গুণগত মান সনদ বা ছাড়পত্র না থাকায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর