শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা
তিন আসনে উপনির্বাচন

প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন ২১ জন

নিজস্ব প্রতিবেদক

তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। গতকাল সকাল ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। ঢাকা-১৪ আসনে ছয়, কুমিল্লা-৫ আসনে আট ও সিলেট-৩ আসনে সাত- প্রথম দিনেই এ ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ উপলক্ষে কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ঢাকা-১৪ আসনের জন্য গতকাল বিকাল পর্যন্ত যে ছয়জন আওয়ামী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মাজহারুল আনাম, সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী, শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগা খান মিন্টু ও ফুওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি ড. আরিফ আহমেদ চৌধুরী।

কুমিল্লা-৫ আসনের যে আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন স্বপন, সোনার বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ঢাকা বিভাগের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, প্রয়াত অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু, ভাই অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস, হেলেনা জাহাঙ্গীর ও ড. এস এম জাহাঙ্গীর প্রমুখ।

সিলেট-৩ আসনের জন্য যে সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, সদ্যপ্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর