মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

সাভারে জোড়া খুনের রহস্য উদঘাটন

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে দুই ভাইকে হত্যার নেপথ্যে পারিবারিক কলহ কাজ করেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ আরেক ভাইকে গ্রেফতার করেছে। গতকাল দুপুরে ঢাকা জেলার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফী সাংবাদিকদের বলেন, গত রবিবার রাতে সাভারের হেমায়েতপুর থেকে শাহজালাল (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গত শুক্রবার হারুলিয়া গ্রামে নাজমুল হোসেন (১৭) ও তার ভাই রায়হান (১৭) নামে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

নাজমুল হোসেন বরিশালের  গৌরনদী উপজেলার পশ্চিম শেওড়া গ্রামের নেছার মোল্লার ছেলে এবং রায়হান একই এলাকার রতন খানের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার শাহজালাল নিহত রায়হানের আপন ফুফাতো ভাই। তিনি আগে রায়হানদের বাসায় থাকতেন।  সেই সময়ে পারিবারিক বিভিন্ন কারণে মনোমালিন্য হলে রায়হানের বাসা থেকে শাহজালাল অন্যত্র চলে যান। সেই ক্ষোভের কারণেই শাহজালাল তাদের হত্যার পরিকল্পনা করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। জিজ্ঞাসাবাদে শাহজালাল জানিয়েছেন- পূর্ব পরিকল্পনা অনুযায়ী রায়হান ও তার খালাতো ভাই নাজমুলকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তার সহকর্মী রবিকে সঙ্গে নিয়ে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান। ভাকুর্তা পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, বৃহস্পতিবারই নাজমুল বরিশাল থেকে খালারবাড়ি সাভারের হেমায়েতপুরের যাদুরচরে বেড়াতে আসেন। রাত আনুমানিক ৯টার দিকে রায়হান ও নাজমুল বাসা থেকে  বেরিয়ে যান। সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, শুক্রবার রাতেই নিহত রায়হানের মা মোসা. খাদিজা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে একটি মামলা করেন। এই মামলায় গ্রেফতার শাহজালাল ও পলাতক রবিকে আসামি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর