বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ ০০:০০ টা

সূচকের উত্থান ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দুদিন দরপতনের পর মঙ্গলবার উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এর ধারাবাহিকতায় গতকালও শেয়ারবাজারে লেনদেন ও সূচক বেড়েছে। এরমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে দুই হাজার কোটি টাকার বেশি। দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫১ পয়েন্টে উঠেছে। সূচক বাড়ায় সবচেয়ে বড় ভূমিকা রাখে বীমা খাতের  কোম্পানিগুলো। ডিএসইতে তালিকাভুক্ত ৩৭টি বীমা  কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২টির। আর সব খাত মিলে ডিএসইতে ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৬টির। আর ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক বেড়েছে ৬৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭৯ কোটি ১৭ লাখ টাকা। ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির দাম বেড়েছে।

বিপরীতে ১২৪টির দাম কমেছে এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর