শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

কুষ্টিয়ায় দাম বেড়েছে চালের

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চালের বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। হু হু করে বাড়ছে চালের দাম। এক সপ্তাহ অন্তর অন্তর চালের দাম বাড়ছে। গত দুই সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ায় সব ধরনের চালের দাম কেজিপ্রতি চার টাকা বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, ঠিক এ মুহুর্তে লাগাম টেনে ধরা না হলে চালের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ী আহমেদ মঞ্জুরুল হক জানান, কুষ্টিয়ার বাজারে চাল আসে খাজানগর চালের মোকাম থেকে। মোকাম থেকেই চালের বাজার নিয়ন্ত্রণ হয়ে থাকে। মোকামে চালের দাম বাড়লে বাজারে দাম বাড়বে, কমলে বাজারেও দাম কমবে। বৃহস্পতিবার থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর মিলগেট থেকে তারা মিনিকেট চাল পাইকারি ৫৬ টাকা, কাজললতা ৫০ টাকা, আঠাশ চাল ৪৬ টাকা এবং বাসমতি চাল ৬৪ টাকা কেজি দরে কিনেছেন। মিল গেটে দাম বৃদ্ধি পাওয়ার কারণে বাধ্য হয়েই তাদের কেজিপ্রতি দুই টাকা বেশি দরে চাল বিক্রি করতে হচ্ছে।

সর্বশেষ খবর