খাগড়াছড়িতে টোলের নামে জরুরি ডাকবাহী গাড়িতে দেদার চলছে চাঁদাবাজি। স্থানীয় প্রশাসনে এর প্রতিকার চেয়ে বারবার আবেদন দিলেও মিলছে না কোনো ফল। মন্ত্রণালয়ের বিধি-নিষেধের পরও জরুরি পরিবহনের গাড়িগুলো থেকে আদায় করা হচ্ছে চাঁদা। জানা গেছে, খাগড়াছড়ি এলাকায় প্রতি গাড়ি থেকে দুটি রশিদে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। পৌরসভার নামে বিবিধ কর আদায়ের নামে ৫০ টাকা করে, আর টোলের নামে আরও ৫০ টাকা চাঁদা আদায় করছেন ইজারাদার আকতার হোসেন। এখন ফল পরিবহনের গাড়িতে ১০০ টাকার বাইরেও আমের ক্যারেট প্রতি ২০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। প্রকাশ্যে এমন চাঁদাবাজিতে অতিষ্ঠ পরিবহন ব্যবসায়ীরা। তবুও নীরব প্রশাসন। এমনকি জরুরি কুরিয়ার সার্ভিসের গাড়িগুলোকেও চাঁদা না দিলে পারাপার হতে দেওয়া হচ্ছে না। এই চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২৩ জুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বরাবর একটি আবেদন দিয়েছেন এসএ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। এর আগে গত ২২ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর আরেকটি আবেদন দেন। গত ১৪ জুন খাগড়াছড়ি জেলা প্রশাসন বরাবর আবেদন দিয়েও চাঁদাবাজি বন্ধের বিষয়ে কোনো ফল পায়নি ওই এলাকায় চলাচল করা কুরিয়ার সার্ভিসের গাড়িগুলো। জানা যায়, সাধারণ পরিবহনের চেয়ে বহুগুণ বেশি ট্যাক্স সরকারি খাতে জমা দিয়ে এসএ পরিবহনের গাড়িগুলো প্রাইভেট রেজিস্ট্রেশন করা। এগুলো পার্সেল ছাড়া কোনো ভাড়ায় ব্যবহার করা হয় না। কোনো টার্মিনালও ব্যবহার করে না তাদের গাড়িগুলো। এরপরও কথিত ইজারাদার জরুরি ডাকবাহী গাড়ি ও প্রাইভেট রেজিস্ট্রেশন গাড়ি থেকে প্রতিনিয়ত চাঁদা তুলছেন।
শিরোনাম
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
খাগড়াছড়িতে টোলের নামে ডাকবাহী গাড়িতে চাঁদাবাজি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর