খাগড়াছড়িতে টোলের নামে জরুরি ডাকবাহী গাড়িতে দেদার চলছে চাঁদাবাজি। স্থানীয় প্রশাসনে এর প্রতিকার চেয়ে বারবার আবেদন দিলেও মিলছে না কোনো ফল। মন্ত্রণালয়ের বিধি-নিষেধের পরও জরুরি পরিবহনের গাড়িগুলো থেকে আদায় করা হচ্ছে চাঁদা। জানা গেছে, খাগড়াছড়ি এলাকায় প্রতি গাড়ি থেকে দুটি রশিদে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। পৌরসভার নামে বিবিধ কর আদায়ের নামে ৫০ টাকা করে, আর টোলের নামে আরও ৫০ টাকা চাঁদা আদায় করছেন ইজারাদার আকতার হোসেন। এখন ফল পরিবহনের গাড়িতে ১০০ টাকার বাইরেও আমের ক্যারেট প্রতি ২০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। প্রকাশ্যে এমন চাঁদাবাজিতে অতিষ্ঠ পরিবহন ব্যবসায়ীরা। তবুও নীরব প্রশাসন। এমনকি জরুরি কুরিয়ার সার্ভিসের গাড়িগুলোকেও চাঁদা না দিলে পারাপার হতে দেওয়া হচ্ছে না। এই চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২৩ জুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বরাবর একটি আবেদন দিয়েছেন এসএ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। এর আগে গত ২২ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর আরেকটি আবেদন দেন। গত ১৪ জুন খাগড়াছড়ি জেলা প্রশাসন বরাবর আবেদন দিয়েও চাঁদাবাজি বন্ধের বিষয়ে কোনো ফল পায়নি ওই এলাকায় চলাচল করা কুরিয়ার সার্ভিসের গাড়িগুলো। জানা যায়, সাধারণ পরিবহনের চেয়ে বহুগুণ বেশি ট্যাক্স সরকারি খাতে জমা দিয়ে এসএ পরিবহনের গাড়িগুলো প্রাইভেট রেজিস্ট্রেশন করা। এগুলো পার্সেল ছাড়া কোনো ভাড়ায় ব্যবহার করা হয় না। কোনো টার্মিনালও ব্যবহার করে না তাদের গাড়িগুলো। এরপরও কথিত ইজারাদার জরুরি ডাকবাহী গাড়ি ও প্রাইভেট রেজিস্ট্রেশন গাড়ি থেকে প্রতিনিয়ত চাঁদা তুলছেন।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
খাগড়াছড়িতে টোলের নামে ডাকবাহী গাড়িতে চাঁদাবাজি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর