শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

খাগড়াছড়িতে টোলের নামে ডাকবাহী গাড়িতে চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়িতে টোলের নামে জরুরি ডাকবাহী গাড়িতে দেদার চলছে চাঁদাবাজি। স্থানীয় প্রশাসনে এর প্রতিকার চেয়ে বারবার আবেদন দিলেও মিলছে না কোনো ফল। মন্ত্রণালয়ের বিধি-নিষেধের পরও জরুরি পরিবহনের গাড়িগুলো থেকে আদায় করা হচ্ছে চাঁদা।  জানা গেছে, খাগড়াছড়ি এলাকায় প্রতি গাড়ি থেকে দুটি রশিদে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। পৌরসভার নামে বিবিধ কর আদায়ের নামে ৫০ টাকা করে, আর টোলের নামে আরও ৫০ টাকা চাঁদা আদায় করছেন ইজারাদার আকতার হোসেন। এখন ফল পরিবহনের গাড়িতে ১০০ টাকার বাইরেও আমের ক্যারেট প্রতি ২০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। প্রকাশ্যে এমন চাঁদাবাজিতে অতিষ্ঠ পরিবহন ব্যবসায়ীরা। তবুও নীরব প্রশাসন। এমনকি জরুরি কুরিয়ার সার্ভিসের গাড়িগুলোকেও চাঁদা না দিলে পারাপার হতে দেওয়া হচ্ছে না। এই চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২৩ জুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বরাবর একটি আবেদন দিয়েছেন এসএ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। এর আগে গত ২২ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর আরেকটি আবেদন দেন। গত ১৪ জুন খাগড়াছড়ি জেলা প্রশাসন বরাবর আবেদন দিয়েও চাঁদাবাজি বন্ধের বিষয়ে কোনো ফল পায়নি ওই এলাকায় চলাচল করা কুরিয়ার সার্ভিসের গাড়িগুলো। জানা যায়, সাধারণ পরিবহনের চেয়ে বহুগুণ বেশি ট্যাক্স সরকারি খাতে জমা দিয়ে এসএ পরিবহনের গাড়িগুলো প্রাইভেট রেজিস্ট্রেশন করা। এগুলো পার্সেল ছাড়া কোনো ভাড়ায় ব্যবহার করা হয় না। কোনো টার্মিনালও ব্যবহার করে না তাদের গাড়িগুলো। এরপরও কথিত ইজারাদার জরুরি ডাকবাহী গাড়ি ও প্রাইভেট রেজিস্ট্রেশন গাড়ি থেকে প্রতিনিয়ত চাঁদা তুলছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর