শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

ওটা কারখানা নয় মৃত্যুকূপ : নজরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারখানায় মানুষ কাজ করতে যায় জীবন বাঁচানোর জন্য, জীবিকা অর্জনের জন্য। সেখানে কাজ করতে গিয়ে যদি মানুষকে অকালে জীবন দিতে হয়- তাহলে তো সেটা কারখানা না, সেটা একটা মৃত্যুকূপ। বিএনপির পক্ষ থেকে কলকারখানার দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ নির্ধারণে ‘জাতীয় মানদন্ড আইন’ প্রণয়নের দাবি জানিয়েছেন তিনি। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কোম্পানির ভয়াবহ অগ্নিকান্ডে হতাহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণেরও দাবি জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, একটা ঘটনা ঘটবে, আমরা কয়েক দিন হইচই করব তারপর সবাই আবার চুপ করে যাব। এটার একটা স্থায়ী সমাধানের জন্য আমরা প্রস্তাব করেছি, একটা জাতীয় মানদন্ড আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া দরকার যে, এ ধরনের দুর্ঘটনায় শ্রমিকরা কী ক্ষতিপূরণ পাবে, হতাহতদের পরিবারগুলো কী ক্ষতিপূরণ পাবে, মালিকের বিরুদ্ধে কী ব্যবস্থা হবে এবং এটার পরিদর্শনের দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলা হলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর