রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে ছাত্রদলের শোডাউন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরের চারটি কমিটি গঠন করায় গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দুই ঘণ্টা শোডাউন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহস্রাধিক নেতা-কর্মী। সকাল ১০টা থেকে তারা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নয়াপল্টনের সামনে আসতে থাকেন। বেলা ১১টার মধ্যে সেখানে সহস্রাধিক নেতা-কর্মীর সমাবেশ ঘটে। তারা ফুটপাথে দাঁড়িয়ে নতুন কমিটির নামে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। বেলা ১২টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করে ফকিরেরপুলের দিকে চলে যান। এ সময় সড়কের একদিক পুলিশ যানচলাচল বন্ধ করে দেয়। ছাত্রদলের এ কর্মসূচিতে ব্যাপক নেতা-কর্মীর উপস্থিতির কারণে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছাত্রদলের নেতা-কর্মীরা চলে যাওয়ার পরপরই পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে যেসব কর্মী দাঁড়িয়ে ছিল তাদের চলে যেতে বলে। পরে তারা চলে যায়। গত ১৪ জুলাই ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের দুই সদস্য করে নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামলের স্বাক্ষরে এক কমিটি ঘোষণা করা হয়।

মহানগর দক্ষিণের আহ্বায়ক শাহ আলম (পাভেল শিকদার), সদস্য সচিব নিয়াজ মাহমুদ (নিলয়), উত্তরের আহ্বায়ক জসিম শিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল, আগের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং পশ্চিমের মহসিন সিদ্দিকী রবি ও সদস্য আশরাফুল ইসলাম মামুনের নাম ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর