সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

মসজিদের দরজা-জানালা খোলা রেখে ঈদ জামাত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ঈদের জামাতে মসজিদে সবচেয়ে বেশি মুসল্লির সমাগম হয়। এ সময় মসজিদের দরজা-জানালা বন্ধ রেখে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ব্যবহার করলে করোনা সংক্রমণের ঝুঁকি থাকবে। এ কারণে মসজিদের দরজা-জানালা খোলা রেখে ঈদ নামাজ আদায়ে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। এতে ঈদের নামাজে অনেক মুসল্লির সমাগম হলেও সংক্রমণের ঝুঁকি কম থাকবে। গতকাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এ আহ্বান জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী। তিনি বৃহৎ জনসমাবেশ পরিহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মসজিদে ঈদের নামাজের একাধিক জামাত করার পরামর্শ দেন। এদিকে একই সঙ্গে ঈদ মার্কেট ও পশুর হাটগুলোয় স্বাস্থ্যবিধি পালন শতভাগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এছাড়া সভায় খালিশপুরে নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বিদেশি নাগরিকরা করোনা আক্রান্ত হওয়ায় তাদের নিরাপত্তা নিশ্চিতে টহল বৃদ্ধিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর