বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

মৃত্যু লাগামহীন খুলনা বিভাগে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিভাগে টানা পঞ্চম দিনের মতো করোনায় মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৩৫ জন। এর আগে ২৬ ও ২৫ জুলাই বিভাগে করোনায় ৪৫ জন করে এবং ২৪ জুলাই আরও ৩৩ জনের মৃত্যু হয়। গতকাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরসূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় নয়জন, চুয়াডাঙ্গা, মেহেরপুরে চারজন করে; বাগেরহাট, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহে দুজন করে এবং সাতক্ষীরায় একজন মারা গেছেন। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে গতকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৮৯ হাজার ৮৮৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ২৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৯৬৩ জন। জানা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪৬৯ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ১০৯ জনের। মারা গেছেন ৫৮৮ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩০৭ জন। এ ছাড়া কুষ্টিয়ায় আরও ২৫৩, যশোরে ২২৬ ও বাগেরহাটে ১০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে ২৪ ঘণ্টায় খুলনা মহানগরীর চারটি হাসপাতালে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ২৬ জুলাই হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছিল। খুলনার ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৩৩৮ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর