রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে অভিযোগ

পীরগঞ্জের মুক্তিযোদ্ধাদের জামুকা অপমান করেছে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ইবরাহিম খান বলেছেন, এলাকার চিহ্নিত স্বাধীনতাবিরোধী তিন ব্যক্তিকে মুক্তিযোদ্ধার মর্যাদা দিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এর মাধ্যমে জামুকা পীরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। তিনি গতকাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক এমপি এমদাদুল হক, পৌর মেয়র ইকরামুল হক, অধ্যক্ষ কৃষ্ণমোহন রায়, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, জামুকার ১৪ মার্চের সভায় রাজাকার ডা. মনিরউদ্দিন চৌধুরীকে ‘শহীদ মুক্তিযোদ্ধা’ হিসেবে গেজেটভুক্তির সুপারশ করা হয়েছে। ডা. মনিরের মেয়ে সুফিয়া বেগমকে ‘বীরাঙ্গনা’ হিসেবে গেজেটভুক্ত করা হয়। এরা দুজনই মৃত।

অন্যদিকে যাচাই-বাছাই ছাড়াই ডা. মনিরের ছেলে শামসুদ্দিন চৌধুরীকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা হয়েছে।

মুক্তিযোদ্ধারা বলেন, এ তিনজনের নাম বাদ দিতে হবে। এ ছাড়া সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হিসেবে যেসব সরকারি সুযোগসুবিধা পেতেন তা ২০০০ সাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা ফের চালু করতে হবে। এ দুটি দাবি পূরণ না করলে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে মুক্তিযোদ্ধারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর