বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

১৪৭তম দেশ হিসেবে দক্ষিণ সুদান ভ্রমণ করলেন নাজমুন নাহার

নিজস্ব প্রতিবেদক

১৪৭তম দেশ হিসেবে দক্ষিণ সুদান  ভ্রমণ করলেন নাজমুন নাহার

সর্বাধিক রাষ্ট্র ভ্রমণকারী বাংলাদেশি নাজমুন নাহার ১৪৭তম দেশ হিসেবে দক্ষিণ সুদান ভ্রমণ শেষ করেছেন। লাল-সবুজ পতাকাবাহী নাজমুন নাহার ১৭ আগস্ট তিনি পূর্ব-মধ্য আফ্রিকার রাষ্ট্র দক্ষিণ সুদানে পৌঁছান। দক্ষিণ সুদান ভ্রমণ শেষে গতকাল তিনি ১৪৮তম দেশ নামিবিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবারের আফ্রিকা অভিযানে ১৫০তম দেশ ভ্রমণের মাইলফলক স্পর্শ করার আশা করছেন নাজমুন নাহার। ২১ বছর ধরে বিশ্ব ভ্রমণ করে চলা নাজমুন নাহার রাজধানী জুবায় দক্ষিণ সুদানের মিনিস্টার অব পিস স্টিফেন পার কোলের সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় পত্রিকা ‘জুবা মনিটর’-এর প্রথম পাতায় তার খবর প্রকাশ হয়। এ ছাড়া তিনি জাতিসংঘের বাংলাদেশি পিস কিপারদের আমন্ত্রণে জুবা ইউএন মিস টম্পিং এরিয়া ভ্রমণ করেন।

পরে সাউথ সুদান উইমেন এম্পাওয়ার্মেন্ট নেটওয়ার্ক ও ফাস্ট নেটওয়ার্কের আয়োজনে নাজমুন নাহারকে জুবা ইউনিভার্সিটিতে সংবর্ধনা দেন মিনিস্টার অব পিস, স্থানীয় নারী বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকরা। সেখানে তিনি তরুণদের উদ্দেশে তাঁর বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেন এবং তাদের উৎসাহিত করেন নিজ দেশের শান্তি ও বিশ্ব শান্তি বজায় রাখার জন্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর