মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

খুলনায় গ্রামপুলিশের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার দাকোপ ও বটিয়াঘাটায় গ্রামপুলিশসহ নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) রাশেদ হাসান, বটিয়াঘাটা থানা ওসি মোহাম্মদ শাহ জালাল, দাকোপ থানা ওসি শেখ সেকেন্দার আলী ও জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এমএ রিয়াজ কচি। পুলিশ সুপার বলেন, খুলনায় করোনার সংক্রমণ কমলেও সচেতনতা না থাকায় গ্রামাঞ্চলের সাধারণ মানুষ ঝুঁকিতে রয়েছে। তৃণমূলে গ্রাম পুলিশের সহায়তায় তাদের সচেতন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে গ্রাম পুলিশরাও বিপাকে পড়েছেন। এ কারণে তাদের খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ করা হচ্ছে। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুলের সহযোগিতায় গ্রাম পুলিশসহ প্রায় পাঁচশ মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়। দাকোপ থানা ও বটিয়াঘাটা থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর