বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে  লেনদেনের পরিমাণ। ডিএসইতে দিনের লেনদেন শেষে ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৯টির। আর ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৮৬৯ পয়েন্টে উঠে এসেছে। সবকটি মূল্যসূচকের উত্থানের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ২৪৯ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় এক হাজার ৮৪৬ কোটি ৮৯ লাখ টাকা।

সেই হিসেবে লেনদেন বেড়েছে ৩৯৬ কোটি ৪৫ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি  লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার।  কোম্পানিটির ১১৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। দুই টাকা ৬০ পয়সা বেড়ে দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১০৭ টাকা ২০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের ৯৫ কোটি ৪২ লাখ টাকার  লেনদেন হয়েছে। ৬৪  কোটি ১২ লাখ টাকার  শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫৩ পয়েন্ট। বাজারটিতে  লেনদেন হয়েছে ৭১ কোটি ৪৪ লাখ টাকা।  লেনদেনে অংশ নেওয়া ৩২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২০২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০০টির ও ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর