বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংসদ অধিবেশন শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

করোনাকালের  স্বাস্থ্যবিধি মেনে আজ বিকাল ৫টায় শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। এটি ২০২১ সালে সংসদের পঞ্চম অধিবেশন। চলতি সংসদের সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আজ অধিবেশনের প্রথম দিনে  শোকপ্রস্তাব গ্রহণের পর বৈঠক মুলতবি হয়ে যাবে। জানা গেছে, চলমান করোনার কারণে অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। দ্রুত অধিবেশনের কার্যক্রম শেষ করতে এবার সাপ্তাহিক ছুটির দুদিন শুক্রবার ও শনিবার সংসদের বৈঠক বসবে। সংসদ সচিবালয়ের আইন শাখা জানায়, আজ শুরু হয়ে আগামী শনিবার পর্যন্ত টানা ৪ কার্যদিবস চলে শেষ হবে অধিবেশন। আজ বিকাল ৫ টায়, আগামীকাল সকাল ১১টায়, শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় এবং শেষ দিন শনিবার সকাল ১১টায় সংসদের বৈঠক বসবে। এবারও সাংবাদিকরা সংসদ ভবন থেকে সরাসরি অধিবেশন কভার করার সুযোগ পাচ্ছেন না। অধিবেশনের সব কার্যক্রম ‘সংসদ টিভি’ সরাসরি সম্প্রচার করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর