শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

খুলনায় ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার বটিয়াঘাটার বাইনতলা এলাকায় ভুয়া চিকিৎসক আজিম উদ্দিন খানকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল র‌্যাব-৬ এর অভিযানে তাকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা এ সাজা প্রদান করেন। তিনি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ‘মেডিকেল সহকারী’ পদে উত্তীর্ণ হলেও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন। এদিকে একই সঙ্গে হোমিও চিকিৎসায় জড়িত আরিফ হোসেন ‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি হাই কোর্ট হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের ডিগ্রিধারীরা নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবেন না বলে রায় দিয়েছে। অভিযানকালে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. সাবরিনা রহমান ও র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর