রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

খুলনায় কমিটি গঠন নিয়ে সরব নগর আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় নগর আওয়ামী লীগের ৩৫টি পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এর মধ্যে মহানগরীর সোনাডাঙ্গা, খালিশপুর ও দৌলতপুর থানার আটটি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ৬৯ সদস্যের ওয়ার্ড কমিটির মধ্যে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এবার কমিটির বাকি ৬৭ সদস্যের নামের তালিকা তৈরি করা হচ্ছে। কমিটিতে নেতৃত্ব বিকাশের জন্য প্রাধান্য পাচ্ছেন তরুণরা। তবে একই সঙ্গে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে। খুলনা মহানগরী আওয়ামী লীগের দফতর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ এসব তথ্য জানিয়েছেন। জানা যায়, ২৩ সেপ্টেম্বরের মধ্যে খুলনা সদর, খানজাহান আলী, খালিশপুর, দৌলতপুর ও সোনাডাঙ্গা থানার সাংগঠনিক ৩৫টি পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি করা হবে। ৭ সেপ্টেম্বর ৭ ও ৮ নম্বর ওয়ার্ড, ৮ সেপ্টেম্বর ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ড, ৯ সেপ্টেম্বর ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড, ১০ সেপ্টেম্বর ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এসব কমিটিকে পরবর্তীতে থানা ও নগর কমিটি অনুমোদন দেবে। মহানগরী আওয়ামী লীগের সভাপতি, সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে। একই সঙ্গে কমিটি গঠনের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এদিকে কমিটিতে জায়গা পেতে চলছে দেনদরবার। সিনিয়র নেতাদের সঙ্গে যোগসাজশ, মাঠে ময়দানে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণে দলের সাংগঠনিক গতি ফিরেছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের ১০ ডিসেম্বর খুলনা মহানগরী আওয়ামী লীগের সম্মেলনে তালুকদার আবদুল খালেককে সভাপতি ও এম ডি এ বাবুল রানাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এর এক বছর পর ৩ জানুয়ারি মহানগরীর ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর