রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দক্ষিণাঞ্চলের ৯টি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে

৭২ ঘণ্টার মধ্যে সার্বিক পরিস্থিতি উন্নতির আশা পাউবোর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল অঞ্চলের বিভিন্ন নদ-নদীর ৯টি পয়েন্টে পানি প্রবাহ বিপৎসীমা অতিক্রম করলেও সার্বিকভাবে পানি কমছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বৃহস্পতিবারের তুলনায় গতকাল কয়েকটি নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেলেও আগামী ৭২ ঘণ্টার মধ্যে সার্বিক পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন পাউবো দক্ষিণাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার।

তিনি জানান, সারা দেশে ১০৯টি পয়েন্টে পানির লেভেল পরিমাপ করা হয়। এর মধ্যে গত শুক্রবার ৯টি পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে, ৯০টি পয়েন্টে কমেছে এবং স্থিতিশীল রয়েছে ৫টি পয়েন্টে। বরিশাল অঞ্চলের ১৯টি পয়েন্টের মধ্যে শুক্রবার ৯টি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে নদীর পানি। মধ্যাঞ্চলে নদীর পানি বেশি হওয়ায় জোয়ারের সময় এ অঞ্চলের নদীর পানির লেভেল বেড়ে যায়। তবে সাগরে প্রবল স্রোতে পানি নেমে যাচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সার্বিক পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাসে বলেন তিনি।

এদিকে গত ৫ দিন ধরে কীর্তনখোলাসহ অন্যান্য নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় প্রতিদিন পূর্ণ জোয়ারের সময় দুই বেলা ডুবে যায় নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে যায় বরিশাল নগরীর বিভিন্ন সড়ক এবং নদীসংলগ্ন নিচু এলাকা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যদিও ভাটির সময় নেমে যায় পানি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর